Admission এর নির্দেশাবলীঃ

১। Online এ Admission Fee Payment এর জন্য Student ID জানা আবশ্যক । Student ID ব্যবহার করে আপনার Admission ফিস কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে তা জানতে এখানে ক্লিক করুন এবং Admission ফিস এর টাকা পরিশোধ করুন।
২।Pay Slip Download করার জন্য এখানে ক্লিক করুন এবং Student Applicant Copy Download করার জন্য এখানে ক্লিক করুন।
৩। Download কৃত Pay Slip ও Applicant Copy সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিন এবং আপনার সন্তানের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

Online Monthly Fee Payment এর নির্দেশাবলীঃ

১। Online এ Monthly Fee Payment এর জন্য Student ID জানা আবশ্যক । শিক্ষার্থীরা --এখানে ক্লিক-- করে বর্তমান Class এবং Section এর নাম Select করে Student ID জেনে নিন। Student ID না পেলে সংশ্লিষ্ঠ স্কুল ও কলেজে যোগাযোগ করুন।
২। Student ID পেলে আপনার বকেয়া ফিস কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে তা জানতে --এখানে ক্লিক-- করুন।
৩। বকেয়া ফিস কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে, তা জেনে থাকলে নিম্নের পদ্ধতিতে বকেয়া টাকা পরিশোধ করুন।

৪। Pay Slip Download করার জন্য --এখানে ক্লিক-- করুন।
৫। Student Ledger Download করার জন্য --এখানে ক্লিক-- করুন (বিঃদ্রঃ Payment করার একদিন পর Student Ledger টি Update হবে)।
রকেট এ্যাপস ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে।

DBBL Rocket Mobile App (Biller ID: 3086)

রকেট এ্যাপস ব্যবহার করে ফি পরিশোধের জন্য নিম্নলিখিত ধাপ সমূহ অনুসরণ করুনঃ
১। মোবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট এ্যাপস এ লগ ইন করুন।
২। বিল পে অপশন নির্বাচন করুন।
৩। Biller ID: 3086 লিখুন । (Rajshahi Govt. Model School & College)
৪। Bill No: এখানে Student ID লিখুন।
৫। Pay For : Self (শিহ্মার্থী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশাধের জন্য), Other (অন্য কারও নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে শিহ্মার্থী অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।)
৬। VALIDATE এ ক্লিক করুন। এখানে শিহ্মার্থী নাম ও ফি এর পরিমাণ দেখাবে।
৭। OK ক্লিক করুন, আপনার প্রদত্ত তথ্যাদি সঠিক থাকলে রকেট হিসাবের পিন দিন এবং Payment সম্পূর্ণ করুন।