Online ভর্তির নিয়মাবলী :

(তথ্য ফরম পূরণ না করলে ফি পরিশোধ করা যাবে না)

Better Performance এর জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করুন

Online ভর্তির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের website: www.rmscraj.edu.bd তে গিয়ে ‘Online Admission’ Menu Select করতে হবে। এরপর ভর্তিচ্ছু ক্লাসের Details বাটনে ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত তথ্য পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

 

অথবা সরাসরি Apply Now বাটনে ক্লিক করা যাবে ।

 

Step One: এ পর্যায়ে BRCN [জন্ম নিবন্ধন নম্বর] দিলে শিক্ষার্থীর নাম দেখাবে এরপর Submit বাটনে ক্লিক করুন । এ পর্যায়ে একটি ভর্তি ফরম পাওয়া যাবেফরমে লাল তারকা (*) চিহ্নিত Field গুলি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে Next বাটনে Click করলে পূরণকৃত তথ্যগুলি দেখতে পাবেন ।

 

পূরণকৃত তথ্য পুনরায় পর্যবেক্ষণ পূর্বক Next বাটনে Click করতে হবে । কোন সংশোধন থাকলে Edit করে তারপর Next বাটনে Click করতে হবে । এরপর Submit  বাটনে ক্লিক করতে হবে । Final Submit করার পর কোন তথ্য সংশোধন করা যাবে না।

 

Final Submit বাটনে ক্লিক করলে SMS এর মাধ্যমে একটি Student ID পাবেন।

 

ভর্তি ফি পরিশোধঃ-

 

Rocket এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।

 

Rocket App Open করুন

 

১ম ধাপ - বিল পে Option এ ক্লিক করুন।

 

২য় ধাপ – রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহীর বিলার আইডি (3086) লিখুন এবং প্রতিষ্ঠানটি সিলেক্ট করুন।

 

৩য় ধাপ - SMS এ প্রাপ্ত শিক্ষার্থীর Student ID ইনপুট করুন ।  Pay For ক) Self ( শিক্ষার্থীর নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশোধের জন্য) খ) Other (অন্য কারো রকেট হিসাব হতে ফি পরিশোধ করলে Other নির্বাচন করে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে ।)


৪র্থ ধাপ-  Validate  বাটনে ক্লিক করুন । এখন পরিশোধযোগ্য ফি এর পরিমাণ ও শিক্ষার্থীর নাম দেখা যাবে । শিক্ষার্থীর নাম ও ফি এর পরিমাণ সঠিক থাকলে Ok বাটনে ক্লিক করুন । Rocket এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।

 

আপনার ভর্তি ফি পরিশোধ সফল হলে এ পর্যায়ে আপনি ফি পরিশোধের একটি Transaction ID (TxnID) পাবেন ।

Applicant Copy (Admission Form): Applicant Copy (Admission Form) তে ক্লিক করে সেখানে SMS এ প্রাপ্ত Student ID এবং TxnID বসিয়ে নিচের Print Form বাটনে ক্লিক করে Applicant Copy (Admission Form) ও Book Slip Print করতে পারবেন।  

 প্রতিষ্ঠান হতে বই সংগ্রহের সময় বুক স্লিপ জমা দিতে হবে।


(Mozilla Firefox ব্রাউজার ব্যবহার এর ক্ষেত্রে Print Option এ গিয়ে Margins None করে দিনএরপর Print করুন।)


Applicant Copy (Admission Form) প্রিন্ট করুন, ১ কপি নিজের কাছে সংরক্ষণ করুন এবং ১ কপি প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক জমা দিয়ে আপনার ভর্তি নিশ্চিত করুন।