(Better Performance এর জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করুন)

Online এ ভর্তি ফরম পূরণের সময় নিম্নলিখিত তথ্য সাথে থাকতে হবে।

১। শিক্ষার্থীর PP Size Photo (Softcopy) (300px × 300px) যা 300kb এর বেশি নয়। 

২। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি।

৩। পিতা - মাতার NID এর ফটোকপি ।

৪। এসএসসি বা সমানের পরীক্ষার মার্কশীট-এর ফটোকপি।

৫। ভর্তি ফি এর টাকা।

৬। ভর্তির ফলাফলের সাথে প্রাপ্ত Security Code। 


Online ভর্তির নিয়মাবলী (একাদ্বশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য):

Online ভর্তির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের  website: www.rmscraj.edu.bd তে গিয়ে ‘XI Class Admission’ Menu Select করতে হবে। এর পর Details বাটনে ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত তথ্য পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।


Step One: এ পর্যায়ে SSC / Equivalent Board Exam Roll দিলে শিক্ষার্থীর নাম দেখাবে এরপর আপনি যে নম্বরে SMS পেতে চান সেই মোবাইল নম্বরটি লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন, তাৎক্ষণিকভাবে আপনার মোবাইল নম্বরে ফি পরিশোধের পরিমাণ সংক্রান্ত একটি SMS পাবেন। ফি পরিশোধের পরিমাণ সংক্রান্ত তথ্যটি কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাবেন।

 

ভর্তি ফি পরিশোধঃ- (Step One Complete না করলে ফি পরিশোধ করা যাবেনা।)

ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং Rocket এর Apps ব্যবহার করে ভর্তি ফি জমা দিতে হবে।

ফি পরিশোধের ধাপসমূহঃ-

রকেট এ্যাপস ব্যবহার করে ফি পরিশোধের জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুনঃ

। মোবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট এ্যাপস এ লগইন করুন।

। বিল পে অপশন নির্বাচন করুন।

।  Biller ID: 3086 লিখুন। (Rajshahi Govt. Model School & College)

। Student ID: এখানে SSC / Equivalent Exam Roll লিখুন।

৫। Pay For: Self (শিক্ষার্থী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশাধের জন্য)

     Other (অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।) 

৬। VALIDATE এ ক্লিক করুন। এ পর্যায়ে শিক্ষার্থীর নাম ও ফি এর পরিমাণ দেখাবে।         

৭। OK ক্লিক করুন এবং আপনার রকেট হিসাবের পিন দিন।             

আপনার ভর্তি ফি পরিশোধ সফল হলে এ পর্যায়ে আপনি ফি পরিশোধের একটি  Transaction ID পাবেন।

Step Two: SSC / Equivalent Roll  ও Transaction ID ইনপুট করুন। এ পর্যায়ে একটি ভর্তি ফরম পাওয়া যাবে, ফরমে লাল তারকা (*) চিহ্নিত Field গুলি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে Next বাটনে Click করলে পূরণকৃত তথ্যগুলি দেখতে পাবেন। 

পূরণকৃত তথ্য পুনরায় পর্যবেক্ষণ পূর্বক Next বাটনে Click করতে হবে। কোন সংশোধন থাকলে Edit করে তারপর Next বাটনে Click করতে হবে। এরপর Submit  বাটনে ক্লিক করতে হবে। 

Submit  করার পর কোন তথ্য সংশোধন করা যাবে না। 

Submit করার পর Applicant Copy  কমপক্ষে ২ টি প্রিন্ট করুন। ১টি কপি শিক্ষার্থী সংরক্ষণ করবে এবং  প্রয়োজনীয় কাগজপত্রসহ ১টি কপি লিগ্যাল সাইজের খামে ভরে প্রতিষ্ঠানে জমা দিতে হবে।